পুঁজিবাজারে গত সপ্তাহে সব সূচক, আর্থিক লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ৩ হাজার ৪৫৪ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছেন বিনিয়োগকারীরা। লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনেই পতন দেখা গেছে সূচকের।
সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৭৯ কোটি টাকা। সপ্তাহ শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি টাকায়। এ পরিস্থিতির কারণ দরপতন। গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ২৩টির, বিপরীতে কমেছে ৮০টির আর অপরিবর্তিত থাকে বাকি ২৭৫টির। প্রধান সূচক ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে, আর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচকও ১০ পয়েন্ট কমে দুই হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করে। টাকার অংকে লেনদেন হয় মোট ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৪৮২। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ২০ কোটি এক লাখ ৮৪ হাজার ৬ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ৯ হাজার ৫২ কোটি ৬ লাখ এক হাজার ৫২৪ টাকা।
এমকে