দেশে খাদ্যের মজুত ১৬ লাখ মেট্রিক টন

২৭ নভেম্বর ২০২২

দেশে এখন খাদ্য মজুত আছে ১৬ লাখ মেট্রিক টন। তারপরও সংকট যেন না হয়, খাদ্য নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে কাজ করার কথা বলা হয়েছে  সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে। বৈঠকে আমদানি ও উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষের উপকারে খাদ্যবান্ধব কর্মসূচি চলমান থাকার কথা বলা হয়েছে। বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান- বৈঠকে খাদ্য, সার ও জ্বালানিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোগ্যপণ্য, ফল- এসব ক্ষেত্রে খরচ কমাতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া প্রকল্প করা যাবে না। নিজেদের খরচের প্রকল্পে নিরুৎসাহিত করা হয়েছে। সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে ২০২৩ সাল কঠিন সময় যাবে। চীন ও রাশিয়ায় উৎপাদন কমেছে। এ জন্য সংকট আসবে। তাই খাদ্য উৎপাদন বাড়াতে পতিত সব জমি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর