মন্তব্য
চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সোমবার (২৮ নভেম্বর) এ ফল প্রকাশ করা হয়েছে, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা দেন। সব মিলে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী পাশ করেছে এবার। পরীক্ষায় অংশ নিয়েছিল ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন।
বোর্ডা ভিত্তিক পাসের ক্ষেত্রে ঢাকা ৯০ দশমিক ০৩, ময়মনসিংহ ৮৯ দশমিক ০২, বরিশাল ৮৯ দশমিক ৬১, চট্টগ্রাম ৮৭ দশমিক ৫৩, কুমিল্লা ৯১ দশমিক ২৮, দিনাজপুর ৮১ দশমিক ১৬, যশোর ৯৫ দশমিক ১৭, রাজশাহী ৮৫ দশমিক ৮৮, সিলেট ৭৮ দশমিক ৮২, মাদরাসা ৮২ দশমিক ২২ এবং কারিগরি ৮৯ দশমিক ৫৫ শতাংশ।
এমকে