রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশের আগে-পরে পরিবহন ধর্মঘট না ডাকলেও সমাবেশের তিনদিন আগে থেকেই দলটির নেতাকর্মীরা হাড়ি-পাতিল আর মশার কয়েল নিয়ে অবস্থান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে এমন মন্তব্য করেন।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে পরিবহন নেতা-শ্রমিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সমাবেশের আগে ও পরে পরিবহন ধর্মঘট দেবেন না। তারপরও তারা (বিএনপি) তিন দিন আগে থেকেই হাড়ি-পাতিল ও মশার কয়েল নিয়ে আগে থেকেই অবস্থান নেবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নির্বাচনের সময় রুটিন দায়িত্ব পালন করবেন। একটা নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হবে।
কাউন্সিলে সভাপতিত্ব করে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি। আরও বক্তব্য দেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ও শাজাহান খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এমকে