দুই ও পাঁচ টাকার নতুন নোট বাজারে আসছে

২৮ নভেম্বর ২০২২

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাজারে ছাড়া হবে নতুন দুই ও পাঁচ টাকার নোট।  এ নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য প্রচলিত নোটের মতোই। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই রয়েছে এ নোটে।

প্রাপ্ত তথ্য বলছে, প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোটইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংক কাউন্টার থেকেও  ইস্যু করা হবে। তবে নতুন দুই টাকার নোটে অর্থসচিবের সইটা শুধু নতুন। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

এমকে


মন্তব্য
জেলার খবর