চাইলে বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করতে পারবে সরকার

২৮ নভেম্বর ২০২২

বিশেষ পরিস্থিতিতে সরকার ইচ্ছা করলে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম পুনর্র্নিধারণ বা সমন্বয় করতে পারবে দেশে। এমন বিধান থাকা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি (সংশোধন) আইন, ২০২২-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। তার আগে সরকারের জ্বালানি বিভাগ থেকে পাঠানো এ খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রচলিত আইনে ৯০ দিন সময় নিয়ে কেবল বিইআরসি   বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করতে পারে। তাই বিশেষ পরিস্থিতিতে সরকারও যেন এটা নির্ধারণ করতে পারে, সে জন্য এ সংশোধনী আনার প্রস্তাব করা হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর