মন্তব্য
চলতি অর্থবছরে (২০২১-২২) তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে পেট্রোবাংলাকে। চাহিদার পরিমাণ ২৩ হাজার ৩৬৭ কোটি ৪৮ লাখ টাকা। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে রোববার (৩ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো জানান, গত ১২ এপ্রিল বোতলজাত ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭৫ টাকা। সর্বশেষ গত ৩ মার্চ তার দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৯১ টাকা। তেল-গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদন বিশেষভাবে প্রযুক্তিনির্ভর ও ব্যয়বহুল হওয়ায় পেট্রোবাংলার আওতায় দেশীয় অনুসন্ধান কোম্পানি বাপেক্সের স্থলভাগে সক্ষমতা থাকলেও সমদ্রাঞ্চলে সক্ষমতা নেই, জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
এমকে