জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। প্রতিষ্ঠানটিতে মোট ৩৬টি অসামরিক পদে ৩০৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৭ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।
যে যে পদে আবেদন করা যাবে:
ইমাম পদে ৩ জন (পুরুষ), অফিস সহকারী (পুরুষ) পদে ১৯ জন, মিডওয়াইফ (নারী) পদে ৪ জন, সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ) পদে ৯ জন, গ্রিজার (পুরুষ) ৬ জন, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড–৩ (পুরুষ) পদে ৯ জন, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪ (পুরুষ) পদে ২৭ জন, সহকারী কিউরেটর (পুরুষ) পদে ১ জন, ড্রাফটসম্যান (পুরুষ) পদে ১৭ জন, বয়লার অপারেটর (পুরুষ) পদে ১ জন, এসি মেকানিক (পুরুষ) পদে ৩ জন, সহকারী ইএম টেকনিশিয়ান (পুরুষ) পদে ১ জন, সহকারী আইএম টেকনিশিয়ান (পুরুষ) পদে ১ জন, সহকারী ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ) পদে ৩ জন, ইলেকট্রিশিয়ান (পুরুষ) পদে ৬৪ জন, কম্পাউন্ডার কাম ড্রেসার (পুরুষ) পদে ১ জন, ক্যাটালগার (পুরুষ) পদে ২ জন, ইলেকট্রোমেডিকেল টেকনিশিয়ান (পুরুষ) পদে ১ জন, যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী) (পুরুষ) পদে ৪ জন, যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান) (পুরুষ) পদে ৩ জন, যানবাহনচালক (সিপাহী সমমান) (পুরুষ) পদে ৩ জন, জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ) পদে ২ জন, সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ) পদে ৩ জন, ইউএসএম (পুরুষ) পদে ৫ জন, ওয়েল্ডার (পুরুষ) পদে ১ জন, টেইলর (পুরুষ) পদে ২ জন, পেইন্টার (পুরুষ) পদে ২ জন, কার্পেন্টার (পুরুষ) পদে ৩ জন, প্লাম্বার (পুরুষ) পদে ১ জন, ফিটার গ্যাস (পুরুষ) পদে ১ জন, বুট মেকার (পুরুষ) পদে ৫ জন, অফিস সহায়ক (এমএলএসএস) (পুরুষ) পদে ৬ জন, ওয়ার্ড বয় (পুরুষ) পদে ১ জন,
বাবুর্চি (পুরুষ) ৬৩ জন, মালি (পুরুষ) পদে ১০ জন, পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) পদে ১৬ জন,
শারীরিক যোগ্যতা
উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৫২৪ মিটার ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ১.৪২২ মিটার।
বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি। উভয় ক্ষেত্রে সম্প্রসারণ কমপক্ষে দুই ইঞ্চি।
ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৪৮.৬৩ কেজি। নারী প্রার্থীদের ক্ষেত্রে ৩৬.৩৬ কেজি। তবে বয়স ও উচ্চতার ওপর ভিত্তি করে ওজন কম/বেশি হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ২০২৩ সালের ৩১ মার্চ ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
নিবন্ধনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের যেকোনো টেলিটক নম্বর থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ট্রেড কোড, এসএসসি ও এইচএসসির বোর্ড কোড, জেলা কোড, উপজেলার নাম, বীর মুক্তিযোদ্ধা কোড ব্যবহার করে এসএমএসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এসএমএস পাঠানোর নিয়ম বিজিবির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে। এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যেকোন মুঠোফোন থেকে ০১৭৬৯–৬০০৮৯৮ নম্বরে অথবা টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে কল করা যাবে।
ভর্তির স্থান ও তারিখ: নিবন্ধিত প্রার্থীদের ভর্তির স্থান ও তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রার্থীদের পিন নম্বর প্রাপ্তির পর আবেদন ফি বাবদ ইমাম, অফিস সহকারী, কার্পেন্টার, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩, সহকারী কিউরেটর, ড্রাফটসম্যান, কম্পাউন্ডার কাম ড্রেসার, যানবাহনচালক (হালকা লাইসেন্সধারী), যানবাহনচালক (ল্যান্সনায়েক সমমান), জলযান মেকানিক/ডব্লিউসি টেকনিশিয়ান পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ২১০ টাকা এবং মিডওয়াইফ, সহকারী ওবিএম ড্রাইভার, গ্রিজার, ওয়েল্ডার, টেইলর, পেইন্টার, প্লাম্বার, ফিটার গ্যাস, বুটমেকার, অফিস সহায়ক, ওয়ার্ড বয়, বাবুর্চি, মালি, পরিচ্ছন্নতাকর্মী, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪, বয়লার অপারেটর, এসি মেকানিক, সহকারী ইএম টেকনিশিয়ান, সহকারী আইএম টেকনিশিয়ান, সহকারী ভিএম, ইলেট্রিশিয়ান, ক্যাটালগার, ইলেক্ট্রো মেডিকেল টেকনিশিয়ান, যানবাহনচালক (সিপাহী সমমান), সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান ও ইউএসএম পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১০ টাকাসহ মোট ১১০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ
নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল, লিখিত, ব্যবহারিক, মৌখিক এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ভেতর থেকে মেধাতালিকা মোতাবেক বরাদ্দকৃত কোটা অনুযায়ী শুধু নির্বাচিত প্রার্থীদের এইচবিএস এজি, ডোপ টেস্ট, ফাস্টিং সুগার, এইচবিএ১সি, এন্টি এইচসিভি ও সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষার জন্য বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকায় পাঠানো হবে। রক্ত পরীক্ষায় স্বাভাবিক ফলাফল প্রাপ্ত প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে।
ভর্তির সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে: