পনেরোর মধ্যে অলাভজনক চৌদ্দ চিনিকল

০৩ এপ্রিল ২০২২

সারা দেশের রাষ্ট্রয়াত্ত্ব মোট ১৫ চিনিকলের মধ্যে ১৪টিই অলাভজনক, বাকিটি লাভজন। আর অলাভজনক ১৪টির মধ্যে ৬টির আখ মাড়াই কার্যক্রম স্থগিত আছে গত অর্থবছর (২০২০-২১) থেকে। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে রোববার (৩ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর উত্থাপিত হয় টেবিলে।

শিল্পমন্ত্রী দেওয়া তথ্যানুযায়ী, লাভের মুখ দেখতে পাওয়া একমাত্র চিনিকল হচ্ছে কেরু অ্যান্ড কোং। আখ মাড়াই কার্যক্রম স্থগিত থাকা চিনিকল- পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়ার।

এমকে


মন্তব্য
জেলার খবর