মন্তব্য
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরে হাজিরা দিতে আসা মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে আদালতের বারান্দায়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতে এ ঘটনা ঘটে।
মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে। ২০২০ সালের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলার আসামি ছিলেন তিনি।
কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামি আদালতের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে শহরের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদুর রহমান(তুরান)/এমকে