জিএম কাদের জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না

৩০ নভেম্বর ২০২২

আপাতত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের। কারণ গঠনতন্ত্র অনুযায়ী দলটির চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার জজ আদালত স্থগিত করেছেন। বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন   আইনজীবীরা।

চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে গত ৪ অক্টোবর  আদালতে  মামলা করেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা  জিয়াউল হক মৃধা। এর পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন নামঞ্জুর হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে জি এম কাদেরের করার আবেদন শুনানি নিয়ে  নিষেধাজ্ঞাদেশ স্থগিত করে হাইকোর্ট। এরপর সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন জানানো হয়েছিল।

এমকে

 


মন্তব্য
জেলার খবর