মন্তব্য
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল উদ্ধারের পর মোবাইগুলোর মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) এ সব মোবাইল হস্তান্তর করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তার আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো উদ্ধার করে জেলা পুলিশরে গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশ সুপার বলেন, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মডেলের এসব মোবাইল উদ্ধার করা হয়। এদিকে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা।
এমকে