দাম বাড়লো এলপি গ্যাসের

০৩ এপ্রিল ২০২২

সিলিন্ডারে কেজি প্রতি এলপি গ্যাসের দাম ৩ টাকার ওপরে বাড়ানো হয়েছে, নির্ধারণ করা হয়েছে ১১৯ টাকা ৯৪ পয়সা। বাসা-বাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এ গ্যাসের দাম ৪ টাকার বেশি বাড়ানো হয়েছে,  ১১৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের (অটোগ্যাস) দাম প্রতি লিটার ৬৪ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৬৭ টাকা ২ পয়সা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ২ টাকা ২৪ পয়সা। রোববার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এপ্রিলের জন্য নির্ধারিত নতুন দর রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। আগের দর সিলিণ্ডারে ছিল কেজি প্রতি ১১৬ টাকা ৮৮ পয়সা আর রেটিকুলেটেডে ছিল  ১১২ টাকা ৬৫ পয়সা।  

এদিকে বর্ধিত দর অনুযায়ী, বাসা-বাড়িতে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৪৩৯ টাকা। আগের চেয়ে ৪৮ টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পর পর তিন মাস বাড়ানো হলো এ গ্যাসের দাম।

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে ফেব্রুয়ারির তুলনায় মার্চে প্রোপেন ও বিউটেনের দাম টনপ্রতি ৪৫ ও ৪০ ডলার বেড়েছে। প্রোপেন ৮৯৫ থেকে বেড়ে ৯৪০ ও বিউটেন ৯২০ থেকে বেড়ে ৯৬০ ডলারে উঠেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায়  নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর