১১০ টাকা দরে বিক্রির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

৩০ নভেম্বর ২০২২

দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে ১১০ টাকা লিটার দরে স্বল্পআয়ের সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হবে এ তেল। প্রতি লিটার ১৫৬ দশমিক ৯৮ টাকা দরে এ তেল কিনতে সরকারের ব্যয় হবে মোট ২৯৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা।

বুধবার (৩০ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্ব করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর