সমাবেশকে ঘিরে অরাজকতা করলে ভুল করবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০ নভেম্বর ২০২২

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি তাদের সমাবেশকে ঘিরে অরাজকতা করার চেষ্টা করলে ভুল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  বলেছেন, এ সমাবেশের জন্য দুটি জায়গা চেয়েছিল তারা। তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এখন বলছে, নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায়। বুধবার (৩০ নভেম্বর)  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের অডিটরিয়ামে পুলিশের এক প্রশিক্ষণ সম্মেলন উদ্বোধন শেষ সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ে কথা বলেছিল তারা।সুন্দর পরিবেশের জন্যই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।  মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ থাকায় সেখানে রাজনৈতিক কর্মসূচির সুযোগ নেই।

 বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী কামাল বলেন, যে কোনও কার্যক্রম করবেন। এটা আপনাদের রাজনৈতিক অধিকার। তবে কোনও ক্রমেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। সমাবেশে যোগদানে বেগম খালেদা জিয়ার জামিন বাতিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আদালতের বিষয়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর