৫২ ঘণ্টা ঢাকায় বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

৩০ নভেম্বর ২০২২

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত- ৫২ ঘণ্টা ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সবাইকে। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে এ পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাস বিআরটি প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে। তাই সেখান যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে অতি প্রয়োজন ছাড়া এ সময়ে ওই সড়ক ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।

এমকে


মন্তব্য
জেলার খবর