ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বসতঘরে ঢুকে বকুল বেগম (৩২) নামের এক গৃহবধুকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বড় বোন মুকুল বেগমকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। বুধবার (৩০ নভেম্বর) সকালে দুলারহাট থানা পুলিশ গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার আগে মুজিব নগর ইউনিয়নের সিকদারের চর গ্রামে তাকে হত্যা করা হয়। জমিজমার বিরোধ নিয়ে পূর্ব শক্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
বকুল বেগম ওই গ্রামের আলম বাচ্চু মেলকারের স্ত্রী। দুলারহাট থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বকুল বেগমের স্বামী বাড়িতে ছিলেন না। বকুল ও মুকুল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘরে ঢুকে বকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুর্বৃত্তরা। এ সময় শব্দে মুকুলের ঘুম ভেঙে যায়, এরপর তিনি তার বোনকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বকুল মারা গেছে এমন ভেবে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে মুকুল বেগম ঘর থেকে বেড়িয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসেন। দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক বলেন, মামলার প্রস্তুতি চলছে।
কামরুজ্জামান শাহীন/এমকে