১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পুলিশের বিশেষ অভিযান

০১ ডিসেম্বর ২০২২

১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিশেষ অভিযান চালাবে পুলিশ।  মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্নভাবে পালন করতে এ অভিযান চালাতে পুলিশের সব পুলিশ ইউনিটপ্রধান ও সব জেলার পুলিশ সুপারকে এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। গত ২৯ নভেম্বর এ সংক্রান্ত এক আদেশ দেওয়া হয়েছে  পুলিশ সদর দফতরের অপারেশন শাখা থেকে।

আদেশে বলা হয়েছে,  অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। সেই সঙ্গে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া আ্যন্ড পিআর) মো. মনজুর রহমান বলেন, বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ নির্দেশ দেওয়া হয়। সারাদেশে বিশেষ অভিযান পরিচালনারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর