যাচাই বাছাইয়ের পর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত

০১ ডিসেম্বর ২০২২

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে কি-না,  যাচাই বাছাই করে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)।  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার ডিপিডিসি এলাকা পরিদর্শন এসে বিদ্যুৎ প্রসঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী বিপু।

প্রতিমন্ত্রী বলেন, আগামী মার্চের পর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বিদ্যুৎ সংকট কেটে যাবে। জ্বালানি সরবরাহ বাড়াতে ইতোমধ্যে ব্রুনাই, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।  বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনা হবে। আগামী বছরে যেন লোডশেডিং না হয় সেই চেষ্টা করছে সরকার যোগ করেন প্রতিনমন্ত্রী।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর