ঢাকায় বিএনপির সমাবেশে ঘিরে কোনো পরিবহণ ধর্মঘট থাকবে: কাদের

০১ ডিসেম্বর ২০২২

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কোনো পরিবহণ ধর্মঘট থাকবে না  বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে হুঁশিয়ার করে বলেছেন, এরপরও যদি লাঠি এবং আগুন নিয়ে মাঠে নামে তাহলে খবর আছে।  বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। সম্মেলনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক সভাপতিত্ব করেন।

বিএনপি নতুন নতুন নাটক করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ১০ ডিসেম্বর মহাসমাবেশের অনুমতি চেয়েছে। সোহরাওয়ার্দী  উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তারা। কাউকে সমাবেশ করতে বাধা দেওয়া হবে না বলেও জানান সেতুমন্ত্রী।

সরকার পরিবর্তন প্রসঙ্গও ওঠে আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য। বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলতা সৃষ্টি করে সরকার হটানো যাবে না। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। জনগণের ভোটে যারা বিজয়ী হবে, তারাই সরকার গঠন করবে।

 


মন্তব্য
জেলার খবর