নভেম্বরে আসা রেমিট্যান্স তিন মাসের মধ্যে সর্বোচ্চ

০১ ডিসেম্বর ২০২২

গত নভেম্বর মাসে দেশে ১৫৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটা চলতি অর্থবছরের গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকে হিসাবে, চলতি অর্থবছরে (২০২২-২৩) জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ও সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। নভেম্বরে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ২১ লাখ ৭০ হাজার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৮ কোটি ৯৩ লাখ ২০ হাজার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এসেছে। বরাবরের মতো সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর