পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে আহতদের মধ্যে হবিবর রহমান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে। এর আগে বুধবার(৩০ নভেম্বর) বিকালে পঞ্চগড় সদর উপজেলার গোফাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হবিবরসহ দুই পক্ষ মিলে ৫ জন গুরুত্বর আহত হয়। হবিবর রহমান গোফাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
ইউপি চেয়ারম্যান আল ইমরান ও সদস্য আব্দুস সালাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমি মাপজোকর শেষ পর্যায়ে দুই হাত জায়গা নিয়ে স্থানীয় রফিজ উদ্দিন গং ও আব্দুর রাজ্জাক গংয়ের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হয়। একপর্যায়ে সেটা সংঘর্ষে রূপ নেয়। আহত ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, জমির আইল নিয়ে ঠেলাঠেলিতে মারামারি হয়। মরদেহ দাফন শেষে মামলা করবেন, জানিয়েছেন তার পরিবার।
মো.সম্রাট হোসাইন/এমকে