মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের শশীভূষণে নিজেদের বাড়ির পাশে চালতা গাছ থেকে ইব্রাহীম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) বেলা ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্বজনদের। ঘটনার পরে ইব্রাহীমের বাড়িতে কোনো পুরুষ লোক পাওয়া যায়নি।
ইব্রাহীম হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হেজল আলী বাড়ির বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে ইব্রাহিমকে গাছে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কেন তিনি আত্মহত্যা করছেন- এ বিষয়ে কিছু এখনো জানা যায়নি। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
কামরুজ্জামান শাহীন/এমকে