ভোলায় আবদুল্লাহ বাহিনীর প্রধানসহ ৫ ডাকাত আটক

০২ ডিসেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় ডাকাতদল আবদুল্লাহ বাহিনীর প্রধানসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড তাজা গুলি,  চারটি দা, দুটি ছুরি, একটি হকিস্টিক, ১৭টি পটকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃত হচ্ছে- আবদুল্লাহ বাহিনীর প্রধান আবদুল্লাহ, তার সহযোগী জুয়েল রানা,  হাবিব ও বাবুল। তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসিন্দা। কোস্টগার্ডের অপারেশন অফিসার মমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে আবদুল্লাহ বাহিনী ডাকাতি করছিল। আমরা তাদের আটকের জন্য চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে সদর উপজেলার বিচ্ছিন্ন ভোলার চর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে ওই ৫জনকে আটক করা হয়।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর