বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন দাবি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন- উনি তো মুক্ত, বাসায় আছেন। প্রায়ই চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসাও করছেন। উনাকে জামিন দেওয়ার কী আছে? বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকার অদূরে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগী গণসমাবেশে বেগম জিয়ার বক্তব্য দেওয়া প্রসঙ্গেও এ সময় কথা বলেন আইনমন্ত্রী। বলেন, তার মুক্তির ক্ষেত্রে যে দুই শর্তে দেওয়া হয়েছে- সেখানে কিন্তু উনি রাজনীতি করতে পারবেন না, এমন শর্ত নেই। কিন্তু মুক্তির জন্য করা আবেদনে উনার শারীরিক অবস্থা খারাপের কথা উল্লেখ করা আছে। চলাফেরা করতে না পারায় শিগগিরই তাকে মুক্তি দিয়ে চিকিৎসা করার কথা বলা আছে। তাহলে ১০ তারিখে গণসমাবেশে গেলে দরখাস্তে উল্লেখ করা কথা মিথ্যা বলে প্রমাণিত হবে না? প্রশ্ন রাখেন আইনমন্ত্রী।
মন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মহানুভবতায় ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত রেখে দুই শর্তে বেগম জিয়াকে মুক্তি দিয়েছেন। এটা অন্টিসিপাটরি বেইল না; হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন তাকে বেইল দেয়নি। তাকে কোনও বেইল দেওয়া হয়নি, তাকে মুক্ত করা হয়েছে।
স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল সভাপতিত্ব করেন অনুষ্ঠানে।এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার প্রমুখ।
এমকে