বাংলাদেশের প্রশংসায় আর্জেন্টিনা কোচ

০৩ ডিসেম্বর ২০২২

বাংলাদশের বেশির ভাগ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। সেই ম্যারাডোনার যুগ থেকে এ দেশে আর্জেন্টিনার সমর্থক রয়েছে। লিওনেল মেসির কারণে আলবিসেস্তেদের সমর্থন আরও বেড়েছে এ দেশে। কাতার বিশ্বকাপে বাংলাদেশের  মানুষের আর্জেন্টিনা প্রীতির খবর বিশ্বে সাড়া ফেলেছে। এমনকি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও জেনে গেছেন, বাংলাদেশ নামে একটি দেশ আছে। যে দেশের ফুটবলপ্রেমীরা ম্যারাডোনা, মেসি ও আর্জেন্টিনাকে পাগলের মতো ভালোবাসে।

 

আগামীকাল রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনা মোকাবিলা করবে অস্ট্রেলিয়ার। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে প্রসঙ্গ উঠলো বাংলাদেশকে নিয়েও। আর্জেন্টাইন কোচ জানালেন, তিনি বাংলাদেশকে নিয়ে গর্ব বোধ করেন। স্কালোনি বলেন, ‘এসব জেনে তো খুবই ভালো লাগে। আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশের মতো একটি দেশ আমাদের এভাবে সমর্থন দেয় এটা আমাদের গর্বিত করেছে। এত এত ভালোবাসার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।’


মন্তব্য
জেলার খবর