সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি রুপি

০৩ ডিসেম্বর ২০২২

২৩ ডিসেম্বর কোচিতে হবে এবারের আইপিএল’র নিলাম। সে নিলামের জন্য ৯৯১ ক্রিকেটারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। সাকিব ছাড়াও নিলামের প্রাথমিক তালিকায় আছে বাংলাদেশের আরও ৫ ক্রিকেটার। এরা হলেন নাসুম আহমেদ, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় নাম নিবন্ধন করেছেন ৭১৪ জন ভারতীয় ও ২৭৭ জন বিদেশি ক্রিকেটার।

 

আইপিএল’র গত আসরের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু কোনো দল পাননি তিনি। এবারের নিলামে তিনি ভিত্তিমূল্য কমিয়েছেন ৫০ লাখ। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নিলামে নিজেকে রেখেছেন দেড় কোটি রুপির ক্যাট্যাগরিতে।

 

ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা জেনে ই ডিসেম্বরের মধ্যে সংক্ষিপ্ত ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গতবার মেগা নিলামের পর এবার আইপিএলে ‘মিনি নিলাম।’

 

প্রতিটি দলের স্কোয়াডে সর্বোচ্চ রাখা যাবে ২৫ জন ক্রিকেটার। এ নিলাম থেকে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো, এরমধ্যে বিদেশি ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে স্রেফ ৩০ জন। লড়াইটা তাই হবে হাড্ডাহাড্ডি।


মন্তব্য
জেলার খবর