ফরহাদ খান, নড়াইল:
খেলার জন্য তাস চাওয়াকে কেন্দ্র করে স্বাগত বৈরাগী (২৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধু ও বন্ধুর সহযোগীরা। শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল সদরের শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফিফা (ফুটবল) বিশ্বকাপের ব্রাজিলের খেলা শুরু হওয়ার আগের সময় কাটানো জন্য তাস খেলার সিদ্ধান্ত নেন তিনি। স্বাগত বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্বাগত বৈরাগী একসেট তাস বন্ধু পিন্টু বিশ্বাসের কাছে রেখেছিলেন। ঘটনার রাতে বাড়ির পাশে তাস খেলার আয়োজন করেন স্বাগত বৈরাগীসহ তার বন্ধুরা। পিন্টুর কাছে রাখা তাস রাত ১১টার দিকে চাইলে স্বাগত বৈরাগীর সঙ্গে পিন্টুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পিন্টুসহ তার বন্ধুরা স্বাগত বৈরাগীকে ছুরিকাঘাত করেন। সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাগত বৈরাগীকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পালিয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমকে