জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী

০৩ এপ্রিল ২০২২

দেশের জনগণ যেন কখনো সেবা থেকে বঞ্চিত না হয়, সেটা প্রশাসনের কর্মকর্তাদের সবর্দা মনে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের উদ্দেশ্যে আরো বলেছেন, মানুষের কথা চিন্তা করে দায়িত্ব পালন করবেন। যে এলাকায় কাজ করবেন- সেই এলাকা, এলাকার মানুষের আচার-আচরণ ও জীবন-জীবিকা সম্পর্কে জানতে হবে। কীভাবে তাদের উন্নতি করা যায়, সে বিষয়ে সবচেয়ে ভালো কাজের সুযোগ রয়েছে আপনাদের । রোববার (৩ এপ্রিল) আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকার শাহবাগের বিসিএস প্রশাসন অ্যাকাডেমিতে এ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা অল্পস্বল্প ভাগ্যবান মানুষ দেশ ও দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। কাজেই  জনকল্যাণমুখী হতে হবে আপনাদের চিন্তা-ভাবনা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তারা প্রচেষ্টা নেবেন- এটাই আশা করে তার সরকার। করোনাভাইরাসের কারণে সশরীরের উপস্থিত থেকে সনদ দিতে না পারায় এ সময় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার বক্তব্যে দেশের কল্যাণে  ও উন্নয়নে তার সরকারের নেওয়া না পদক্ষেপ ও সফলতার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  আরো বক্তব্য দেন- জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর