ভোলায় চেয়ারম্যানসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

০৩ ডিসেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে তিন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে এক চেয়ারম্যানসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাদ পড়েন তারা। এর মধ্যে চেয়ারম্যানসহ এক সাধারণ সদস্য পরিবারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ রয়েছে, আর সাধারণ সদস্য পদের আরেক প্রার্থী ঋণ খেলাপি- মনোনয়নপত্র বাতিলের কারণ এটা। বাদ পড়া চেয়ারম্যান প্রার্থী ছিলেন স্বতন্ত্র।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদে  ১৪ জন, সাধারন সদস্য পদে ১০২জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জিন্নাগড় ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোল্লা আবুল কালামের পরিবারে সন্তানদের নামে ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী রুবেলের নামে  খাদ্যবান্ধব কর্মসূচীর আওয়াতায় ১০ টাকা কেজি দরের চালের ডিলারশীপ রয়েছে। এ ছাড়া নীলকমল ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী আবুল কালাম আজাদের ঋণ খেলাপি।

চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, নিজ নির্বাচনী এলাকায় এ সব প্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা সরকারি সুবিধার আওয়াতায় থাকায় যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

 

কামরুজ্জামান শাহীন/এমকো


মন্তব্য
জেলার খবর