ভোলায় জিনের বাদশা আটক!

০৩ ডিসেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

জিনের বাদশা পরিচয়দানকারী  কামরুজ্জামান ওরফে কালা হুজুর নামের এক ব্যক্তিকে ভোলার বোরহানউদ্দিনে আটক করেছে র‌্যাব-৮। শনিবার (৩ ডিসেম্বর)  দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের চাঁদনীর হাট এলাকায় নির্মাণাধীন একটি ঘর থেকে তাকে আটক করা হয়। কামরুজ্জামান ওরফে কালা হুজুরের প্রকৃত নাম নাজিম উদ্দিন হাওলাদার (২৫)। তিনি একই উপজেলা কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের নিরব হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ জানায়, জিনের বাদশা পরিচয়ে একটি চক্র দেশের বিভিন্ন প্রান্তে জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্রটি। বিষয়টি ৫ দিন আগে জানতে পারে র‌্যাব। এরপর তদন্তে নেমে এ চক্রের একজন হিসেবে নাজিম উদ্দিন  হাওলাদের সম্পৃক্ততা পায় তারা। এরপরই চর আলগী গ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয়। আটককালে তার কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ-৬ হাজার ৬ শ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জিনের বাদশা পরিচয়ে প্রতারনার কথা স্বীকার করেছে।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর