ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

০৪ ডিসেম্বর ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার ( ৪ ডিসেম্বর) দুপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে ফেরার পথে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে গ্রেফতারের প্রতিবাদে আগেই এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জানা গেছে, জেলা যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিলটি শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন- ভোলা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব মো. সাইসুল আলম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সহসভাপতি আকতার ফারুখ বাচ্চু, মোহাম্মদ হোসেন নাগর, যুগ্ম সম্পাদক মো. মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর