লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবো আমরা: প্রধানমন্ত্রী

০৪ ডিসেম্বর ২০২২

তার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাবো।  আজকের নবীন অফিসাররাই হবে ৪১-এর সৈনিক, যারা দেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। রোববার (৪ ডিসেম্বর)  চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) এক অনুষ্ঠানে এ সব কথা বলেন।  প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বশস্ত্র বাহিনীকে পেশাদার ‍ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া নানা উদ্যোগের পাশাপাশি তার সরকারের নেওয়া নানা পদক্ষেপও তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করে সুবর্ণজয়ন্তী পালন করেছে, ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করেছে। তিনি জানান, আমাদের সৌভাগ্য, ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, উন্নীত হয়েছি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর