প্রয়োজনে ব্যবসায়ীদের কারাগারে পাঠানো হবে: বাণিজ্যমন্ত্রী

০৪ ডিসেম্বর ২০২২

দেশে নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিতে প্রয়োজনে ব্যবসায়ীদের কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (৪ ডিসেম্বর)  সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন। রাজধানী ঢাকার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্যমন্ত্রী।

চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরও ১২০ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে বাজারে- এ প্রসঙ্গে এমন কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী টিপু মুনশি বলেন, বাজারে ব্যবসায়ীরা ফেরেশতা নন। যে দাম নির্ধারণ করে দেওয়া হয়, সেটা দিতে হবে তা কিন্তু নয়। দাম কত হওয়া উচিত, সেটা নির্ধারণ করে দেওয়ার পরও দেখি কোথাও কোথাও চিনি নিয়ে সুবিধা নিয়েছে।  কাগজপত্র বলে প্রচুর পরিমাণ চিনি রয়েছে, পাইপলাইনেও আছে। তিনি জানান, ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, জরিমানা করছে। এখন আমরা চিন্তা করছি, এর বাইরে প্রয়োজন হলে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। চিনির দাম যেটুকু বেশি আছে, সেটা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর