দেশে শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৭৬৩ জন মানুষ করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নিয়েছেন। গত ২৮ ডিসেম্বর এ ডোজ দেওয়া শুরু হয়। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১৫ জানুয়ারি ) বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীরসহ সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪১ হাজার ৯০০ জনকে। এর মধ্যে বিভাগ অনুযায়ী রাজধানীর ১২ হাজার ৩০৪ জনসহ ঢাকায় ১৮ হাজার ৫৫১ জন, ময়মনসিংহে ১ হাজার ৯৮২ জন, চট্টগ্রামে ৩ হাজার ৩৫১ জন, রাজশাহীতে ৪ হাজার ১৯০ জন, রংপুরে ৫ হাজার ২১১ জন, খুলনায় ৫ হাজার ৭৯২ জন, বরিশালে ৮৪৮ জন এবং সিলেটে ১ হাজার ৯৭৫ জন রয়েছেন।
এদিকে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ার পর চলতি জানুয়ারি মাসের শুরু থেকেই করোনার সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই শনাক্ত ও শনাক্তের হার আগের দিনের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা জোরালোভাবে বলা হচ্ছে স্বাস্থ্যবিভাগসহ সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে। আহবান জানানো হচ্ছে, করোনার টিকা নেওয়া না থাকলে দ্রুত টিকা নিতে।
এমকে