করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক উন্নত দেশ বিপদের মধ্যে থাকলেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ডিসেম্বর) রাজধানী ঢাকায় মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে এ কথা বলেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্সে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও ‘আমর্ড ফোর্সেস ওয়ার কোর্স’ এর গ্রাজুয়েশন উপলক্ষ্যে এ অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বলেন, আন্তর্জাতিকভাবে মূল্যস্ফীতি বেড়েছে। অর্থনৈতিকভাবে বিপদে এবং সমস্যার সম্মুখীন অনেক উন্নত দেশ। তাদের রিজার্ভও কমছে। সে অবস্থায় তার সরকার বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় রাখতে পেরেছে বলে যোগ করেন শেখ হাসিনা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকে তারল্য নিয়ে কোনো অপপ্রচারে কর্ণপাত না করতে দেশবাসীর প্রতি আহবান জানান এ সময় প্রধানমন্ত্রী।
এমকে