সূচক বাড়লেও লেনদেন কমেছে

০৪ এপ্রিল ২০২২

রোববারের (৩ এপ্রিল) লেনদেনে উত্থান দেখা গেছে সূচকের। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এমন চিত্র দেখা গেছে। তবে ডিএসইতে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১৪ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৭১ দশমিক ৯১ পয়েন্টে, ডিএসইএস ২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭০ দশমিক ৯৩ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৮৭ দশমিক ৯৭ পয়েন্টে স্থির হয়। এদিনে ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির,কমেছে ১৯৫টির এবং বাকি ৫৫টির অপরিবর্তিত ছিল।  লেনদেন কমেছে ২৮০ কোটি ৩১ লাখ টাকা, লেনদেন হয় ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার।

অন্যদিকে সিএসইর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯৩ দশমিক ৪১ পয়েন্টে এবং সিএএসপিআই ৭৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮২৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেনে অংশ নেওয়া ২৭৯টি কোম্পানির মধ্যে  দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৯টির এবং ৩৬টির। ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫২ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর