জয়ের পর পেলেকে ব্রাজিলের শ্রদ্ধার্ঘ

০৬ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফইনালে ওঠার লড়াইয়ে কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। সোমবার রাতে স্টেডিয়াম ৯৭৪-এ মাঠে নামে দুদল। জয়ের পর কিংবদন্তী ফুটবলার পেলের ছবি ও নাম লেখা ব্যানার নিয়ে দাড়ঁড়ান নেইমাররা।

 

পেলের বর্তমান বয়স ৮২ বছর। বেশ অসুস্থ তিনি। কেমোথেরাপি কাজ করছে না। যদিও পেলে নিজে জানিয়েছেন যে, তিনি হাসপাতাল থেকেই খেলা দেখবেন। পেলে যেমন নেমারদের কথা ভোলেননি। নেইমাররাও তেমন পেলের কথা ভোলেননি। সোমবার দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পেলের ছবি এবং নাম লেখা ব্যানার হাতে নিয়ে ছবি তোলেন তারা। গ্যালারিতেও ছিল পেলের পোস্টার, ব্যানার। সেখানে পেলের সুস্থতা কামনা করে ব্যানার দেখা গেল।

 


মন্তব্য
জেলার খবর