ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও এখন মূল ধারার নায়িকা হিসেবে কাজ করছেন। ৫ ডিসেম্বর ছিল তার জন্মদিন। ২২-এ পা দিলেন তিনি। বয়সে ছোট হলেও অভিজ্ঞতায় কিন্তু তার জুড়ি মেলা ভার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ— প্রথম সারির সব অভিনেতার সাথে ইতোমধ্যেই কাজ করে ফেলেছেন। তবে হাল আমলে তেমন দেখা যাচ্ছে না তাকে। তাই গুঞ্জন উঠেছে হারিয়ে গেলেন নাকি ঋত্বিকা?
তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ঋত্বিকা বলেন, “আমি চুটিয়ে তামিল, তেলুগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গিয়েছি, তারাই বলুন আমি যে ধরনের ছবিতে কাজ করি, তেমন ছবি আর হচ্ছে কোথায়?” তিনি আরও যোগ করেন, “মূলধারার অভিনেত্রীরাও কি খুব বেশি ছবি পাচ্ছেন? আর আমি ছবির শো পিস হয়ে থাকতে চাই না। যে সব অভিনেত্রী আমায় তাদের প্রতিযোগী হিসেবে মনে করেন, আমার থেকে প্রায় ১১ বছরের বড়, তারাও তো কম কাজ করছেন। ভালো কাজ পেলে অবশ্যই করব।”
সূত্র: আনন্দবাজার