মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগীদের মধ্যে একজন মারা গেছেন। নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ৬১ জনের। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪২ জন। সোমবার (৪ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন এক নারী, চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮। নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৭৭৮টি, পরীক্ষা হয়েছে সাত হাজার ৭৮৭টি।
এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬১টি। শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৯।
এমকে