২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা ঋণ দিচ্ছে এডিবি

০৬ ডিসেম্বর ২০২২

বাংলাদেশকে ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা ( ২০ কোটি মার্কিন ডলার) ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ ঋণ চুক্তি সই হয়েছে।

প্রাপ্ত তথ্য বলছে, ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষত নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেওয়া হবে এ অর্থে। এ সংক্রান্ত একটা প্রকল্প ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হবে।  ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ সহজলভ্য করা এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।

এমকে


মন্তব্য
জেলার খবর