বিএনপি কর্মীরাই সংঘর্ষ শুরু করেছে: পুলিশ

০৭ ডিসেম্বর ২০২২

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ শুরু করেছে বিএনপি কর্মীরা। এমনটাই দাবি করেছে পুলিশ। সংঘর্ষ শুরুর পর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান।

উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে অবস্থান নেয় সেখানে। এ সময় পুলিশের পক্ষ থেকে  তাদের সরে যেতে বলা ও সময় দেওয়া হলেও তারা সরে যায়নি। পরে পুলিশ তাদের উঠিয়ে দিতে গেলে অতর্কিত পুলিশের ওপরে হামলা করে তারা।

এদিকে সংর্ঘষের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় বিএনপিকর্মীরা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। বিপরীতে টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর