দেশের মানুষের সমস্যা তার সরকার জানে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি। একমাত্র চাওয়া, যতক্ষণ ক্ষমতায় থাকবো দেশের মানুষের আহারের সংস্থান করা আমার কাজ। টিসিবির মাধ্যমে সস্তায় চাল-ডাল, তেল, চিনি পাওয়ার ব্যবস্থা করেছি। দেশের একজন মানুষও অভুক্ত থাকবে না। বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাবা-মা সব হারিয়ে দেশের মানুষের জন্য কাজ করছি। যে কারণে আমার বাবা সংগ্রাম করেছেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমি। তিনি বলেন- বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশীল দেশে রূপান্তরের কাজ চলছে, ২০৪১ সালে সে লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনও মানুষ ঠিকানাহীন ও গৃহহীন থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী।
এমকে