ফাতিমাকে বিয়ে করছেন আমির!

০৮ ডিসেম্বর ২০২২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা। দঙ্গল সিনেমায় আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেন। দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কাড়তে সক্ষম হন এ নায়িকা। এবার ভিন্ন কারণে আলোচনায় আসলেন তিনি। আমির খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফাতিমার একটি পোস্ট সমালোচনা আরো বাড়িয়েছে। ওই পোস্টের  ক্যাপশনে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের এক বিখ্যাত লাইনের সঙ্গে শব্দ অদল বদল করে ফাতিমা লিখেছেন, ‘বাঁধব কী বাঁধব না সেটাই প্রশ্ন’।

 

সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফাতিমা। ইন্দো ওয়েস্টার্ন পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে তিনি পরেছেন পাটের তৈরি একটি টপ। আর টপটির পিঠের অংশটি পুরোটাই উন্মুক্ত।  ভিন্টেজ এক গাড়িকে প্রপ বানিয়ে ফটোশুট করেন অভিনেত্রী।


মন্তব্য
জেলার খবর