নড়াইল প্রতিনিধি:
নড়াইলের স্থানীয় সাপ্তাহিক নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ পাঁচজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা।
ওদিকে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শহরের রূপগঞ্জ বাজারে বাড়তি দাম সার কেনা নিয়ে উজিরপুর এলাকার কৃষক আলী মোহাম্মদ মন্ডলের সঙ্গে সার ডিলার হাসানুজ্জামান হাসানের ম্যানেজারের কথা কাটাকাটি হয়। একপর্ায়ে আলী মোহাম্মদ মন্ডলকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, কৃষক আলী মোহাম্মদ মন্ডল, কৃষক নেতা শাহেদ আলী শান্তসহ পাঁচজনের নামে গত ২৩ মার্চ খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সার ডিলার হাসানুজ্জামান হাসান। এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচির কথা বলেন তারা।
নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক মলয় কান্তি নন্দী, কাজী হাফিজুর রহমান, সাথী তালুকদার, সাইফুল ইসলাম তুহিন, রেজাউল করিম, কাজী আশরাফ, ওমর ফারুক তুষার প্রমুখ।
এদিকে সার নিয়ে কৃষক লাঞ্ছিতের ঘটনা তদন্তে ৫ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব নড়াইলে আসবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, এ মামলা প্রত্যাহারের দাবিতে ২ এপ্রিল জেলা কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, হিউম্যান রাইটস ডিফেল্ডার্স ফোরাম, টিম তারুণ্য-১০০ এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
ফরহাদ খান/এমকে