দোহাজারী-কক্সবাজার রেললাইন জুনের মধ্যেই চালু: রেলপথমন্ত্রী

০৮ ডিসেম্বর ২০২২

দোহাজারী-কক্সবাজার রেললাইন আগামী জুন মাসের মধ্যেই চালু হবে। তখন ট্রেনে সারা দেশ থেকে সরাসরি কক্সবাজারে যাবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)  কক্সবাজারের আইকনিক স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

মন্ত্রী সুজন জানান, কক্সবাজার রুটে চলাচলের জন্য ট্যুরিস্ট কোচের আদলে উন্নত মানের কোচ দিয়ে ট্রেন চালানো হবে। এ জন্য ৫৪টি কোচ কেনা হবে। কোচগুলোর জানালা সুপ্রশস্ত, ফলে অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন যাত্রীরা।

এ সময় কক্সবাজারের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান,  রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর