নয়াপল্টনের ঘটনায় পুলিশের মামলা, আসামি বিএনপির ২ হাজার নেতাকর্মী

০৮ ডিসেম্বর ২০২২

রাজধানী ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান নিয়ে বুধবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, পল্টন মডেল থানায় মামলা হয়ছে। মামলাটি হয়েছে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছে - বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূইয়া জুয়েল।

এমকে

 


মন্তব্য
জেলার খবর