পাস করেও আত্মহত্যা করলেন মীম!

০৮ ডিসেম্বর ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে সদ্য এসএসসি পাস করা এক মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই মেয়ের পরিবারের দাবি, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে তাকে, সেটা তাৎক্ষণিক জানা যায়নি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই মেয়ের নাম মীম খাতুন, তিনি রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামেরই বাসিন্দা মকবুল হোসেনের মেয়ে। রামচন্দ্রপুর জেএমআর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এলাকাবাসী জানায়, নিজেদের বাড়ির একটা ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে ছিল মৃত মীম। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তার আগে মীমকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের লোকজন, এক পর্যায়ে ঘরটিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমকে


মন্তব্য
জেলার খবর