মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার গরুর হাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- হাজারীগঞ্জ গ্রামেরই বাসিন্দা মজির উদ্দিন, শেখ ফরিদ, জাহাঙ্গীর, আবু মিয়া ও হারুন মাতাব্বর। শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৮৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে