মন্তব্য
আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে বাস চলাচল বন্ধ রাখা হবে না। সেদিন ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক সভায় এ সিদ্ধান্ত নেন পরিবহণ মালিক-শ্রমিকরা। রাজধানী ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউতে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে এ সভা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় সব মালিককে তাদের নিজ নিজ গাড়ি সাবধানে রাখতে ও পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে। গাড়ি চলাচল যেন বাধাগ্রস্থ না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে।
এমকে